নওগাঁয় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎ বিল নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাই আবুল কালামের (২৮) কোদালের আঘাতে বড় ভাই গোলাম রাব্বানী (৩৮) খুন হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোনাহার গ্রামে এ ঘটনার পর থেকে আবুল কালাম পলাতক রয়েছেন।
নিহত রাব্বানী ওই গ্রামের মধ্যপাড়ার মনছের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাবেরুল হক জানান, আজ রোববার সকালে বিদ্যুৎ বিল ব্যাংকে জমা দেওয়া নিয়ে কালাম ও রাব্বানীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই কালাম একটি কোদাল নিয়ে বড় ভাই রাব্বানীর বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সংবাদ পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, এ ঘটনার পর আবুল কালাম পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।