ট্রাকের ধাক্কায় চবি ছাত্রলীগ নেতা নিহত

ফেনীতে ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক মারা গেছেন।
আজ সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর দাউদকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এ সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমামুল হক। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুরে ইমামুল হক মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও সদ্যঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
চবি শিক্ষার্থীর মৃত্যুর খবরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য ড. শিরিন আকতার, প্রক্টর অধ্যাপক আলী আজগর।
উপাচার্য ড. ইফতেখার উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় ইমামুল হকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। মেধাবী এ শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি ছাত্রদের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী ছিলেন।