শ্রীপুরে তিন যানের সংঘর্ষ, নিহত ২

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আজ সোমবার বিকেলে উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, উন্নয়নকাজের কারণে আজ একপাশ বন্ধ থাকায় অন্য পাশ দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করছিল।
বিকেলে ওই এলাকায় আদিব ডাইং কারখানার সামনে ময়মনসিংহগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা ঢাকাগামী অপর একটি মাইক্রোবাস ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যায়।
নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানান ওসি।