আত্রাইয়ে শাপলা ব্যবসায়ীর লাশ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে ডোবা থেকে সাধন আলী (৩৫) নামে এক শাপলা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে আত্রাই রেলস্টেশন সংলগ্ন ডোবা থেকে সাধন আলীর লাশ উদ্ধার করা হয়। সাধন আলীর বাড়ি উপজেলার ভোপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে।
পরিবারের বরাত দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, এলাকার বিভিন্ন ডোবা থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন সাধন। প্রতিদিনের মতো সোমবার বিকেলে শাপলা তুলতে যান স্টেশনসংলগ্ন পার্শ্ববর্তী ডোবায়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। আজ সকালে স্টেশনসংলগ্ন পার্শ্ববর্তী ডোবাতে স্থানীয়রা সাধনের লাশ ভাসতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।
প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, তিনি শাপলা তুলতে গিয়ে মারা যেতে পারেন। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।