মৃত ঘোষণা করা নবজাতক আর নেই

অবশেষে সত্যিই না-ফেরার দেশে চলে গেল চট্টগ্রামের চিকিৎসক দম্পতির সেই সন্তান। জন্মের দুই ঘণ্টার মাথায় তাকে মৃত ঘোষণা করেছিলেন চট্টগ্রামের বেসরকারি সিএসসিআর হাসপাতালের চিকিৎসকরা।
আজ বুধবার দুপুরে নগরীর আরেক বেসরকারি ম্যাক্স হাসপাতালে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুল ইসলাম সিদ্দিকী ম্যাক্স হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে সাংবাদিকদের জানান, দুপুর দেড়টার দিকে শিশুটি মারা গেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজিজুল ইসলাম সিদ্দিকী বলেন, যারাই এ অবহেলার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার রাতে সিএসসিআর হাসপাতালে একটি মেয়েসন্তান জন্ম দেন চিকিৎসক রিদওয়ানা কাউসার। চিকিৎসক দম্পতি রিদওয়ানা ও নুরুল আজিমের সদ্য ভূমিষ্ঠ সন্তানকে রাতেই মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটির মৃত্যুর ছাড়পত্রও দিয়ে দেয় তারা।
কিন্তু সন্তানের মৃত্যু নিয়ে সন্দিহান ছিলেন মা রিদওয়ানা। কর্তৃপক্ষের নিষেধ সত্ত্বেও মৃত সন্তান হিসেবে প্যাকেট করা শিশুটিকে পরীক্ষা করেন তিনি। প্যাকেট খুলে শিশুটিকে নড়াচড়া করতে দেখতে পান মা। তবে তাঁর কথা বিশ্বাস করতে চাননি হাসপাতালের চিকিৎসকরা। পরে গতকাল মঙ্গলবার ভোরে শিশুটিকে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করেন অভিভাবকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায় শিশুটি।