স্কুলের দেয়ালধসে বাবা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় সেন্ট প্লাসিড স্কুল মাঠের পুরোনো একটি দেয়ালধসে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদুল হক ও তাঁর ছেলে তৌসিফ মাহিদ বন্দরনগরীর বলোয়ার দীঘি এলাকার বাসিন্দা। মাসুদুল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পঙ্কজ বড়ুয়া জানান, দুপুরে বুলডোজার দিয়ে সেন্ট প্লাসিড স্কুলের মাঠ ভরাটের কাজ চলছিল। এ সময় ব্যবসায়ী মাসুদুল হক মেয়েকে স্কুলে দিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন। স্কুলের দেয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় মাসুদুল ও তাঁর ছেলের ওপর দেয়ালটি ধসে পড়ে।
স্থানীয় লোকজন বাবা ও ছেলেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর দেড়টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই।
খবর পেয়ে নিহতদের আত্মীয়স্বজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন।