খাদিজাকে হামলার দায় স্বীকার ছাত্রলীগ নেতার

সিলেটের এমসি কলেজে খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার দায় স্বীকার করেছেন ছাত্রলীগ নেতা বদরুল আলম।
আজ বুধবার সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে শরাবান তহুরার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ স্বীকারোক্তি দেন বদরুল।
দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর বিকেল ৩টার দিকে বদরুলকে আদালতে নেওয়া হয়। সেখানে তিনি এই হামলার দায় স্বীকার করেন এবং প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হত্যার জন্যই এই হামলা চালান বলে জানান। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জিদান আল মুসা এ তথ্য জানিয়েছেন। এরপর বদরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত সোমবার স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে যান সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৭)। পরে অন্য শিক্ষার্থীরা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা গতকাল বলেছেন, ৭২ ঘণ্টার আগে তাঁর সম্পর্কে কিছু বলা যাবে না।