নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার সাইদুল ইসলাম ওরফে কালু মিয়া। ছবি : এনটিভি
নওগাঁর আত্রাইয়ে আগ্নেয়াস্ত্রসহ সাইদুল ইসলাম ওরফে কালু মিয়া (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আজ বুধবার ভোরে আত্রাই উপজেলার তিলাবুদুরী গ্রামে অস্ত্র ও মাদকের বড় চালান বেচাকেনা চলছে, এ খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় কালু মিয়াকে তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।