বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানবাধিকার কমিশন চেয়ারম্যানের

সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
আজ দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ কথা বলেন কাজী রিয়াজুল হক।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, ‘এই হামলাকারী যে দলেরই হোক না কেন, তাঁর রাজনৈতিক আদর্শ যাই থাকুক না কেন, সে একজন সন্ত্রাসী, সে একটা খুনি, সে একটা অপরাধী। তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি সরকারকে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।’
বদরুল আলমের কোপে আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন।
গত সোমবার ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৭)। পরে অন্য শিক্ষার্থীরা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
আজ বুধবার সিলেটের শাহ পরাণ থানা পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে এই হামলার স্বীকারোক্তি দিয়ে বদরুল জানিয়েছেন, সিলেট সদর উপজেলার মোগলগাঁও হাউশা গ্রামে আট বছর আগে খাদিজা আক্তার নার্গিসের বাড়িতে লজিং মাস্টার হিসেবে ছিলেন তিনি। সে সময় থেকে অষ্টম শ্রেণি পড়ুয়া নার্গিসকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। কিন্তু নার্গিস সব সময়ই তা প্রত্যাখ্যান করে এসেছেন। এই রাগেই তিনি এই হামলার ঘটনা ঘটিয়েছেন।
এ ব্যাপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ জানিয়েছে, বদরুল ছাত্রলীগকে প্রতারিত করেছেন। সংগঠনটি দাবি করেছে, তিনি চাকরিজীবী হওয়ায় সংগঠনে তাঁর কোনো সদস্যপদ নেই।