গাজীপুরে গ্যাস সংযোগ বৈধ করার দাবি, পুলিশের লাঠির্চাজ

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার দাবিতে আয়োজিত সমাবেশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার দাবিতে নাগরিক সমাজের ব্যানারে সমাবেশ ও মানববন্ধন শুরু হয়।
সমাবেশে বক্তব্য দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়াসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। পুলিশ কেন হামলা করল আমরা বলতে পারব না।’
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ করেই পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসে লাঠির্চাজ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের এ হামলার প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করে প্রতিবাদ জানায়।
এ ঘটনায় আহত ১৫ জনকে গাজীপুরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের লাঠিচার্জ বিষয়ে জেলা প্রশাসক এস এম আলমের কাছে গেলে তিনি কোনো কথা বলেননি।