শরীয়তপুরে সেতুর সংযোগ সড়ক ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

শরীয়তপুর সদর উপজেলার আড়িগাঁও বাজারের সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। বুধবার বিকেলে কীর্তিনাশা নদীর ওপর নির্মিত সেতুর পশ্চিম পাশ দিয়ে সড়কটি নদীতে বিলীন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাতটি ইউনিয়নের প্রায় ১২ লাখ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর পৌরসভা শহর থেকে তুলাসার ইউনিয়ন, বিনোদপুর ইউনিয়ন, চন্দ্রপুর ইউনিয়ন, চিকন্দী ইউনিয়ন, ডোমসার ইউনিয়ন, চিতলিয়া ইউনিয়ন, শৌলপাড়া ইউনিয়নসহ মাদারীপুর জেলার পাঁচ্চর ও ছিলারচর ইউনিয়নের সঙ্গে সহজে যাতায়াত করার জন্য ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতু ও সংযোগ সড়কটি নির্মাণ করে।
কীর্তিনাশা নদী থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু তোলার ফলে নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। বুধবার বিকেলে সেতুর গোড়া দিয়ে সড়কের বেশ কিছু জায়গা নদীতে বিলীন হয়ে যায়। ড্রেজার দিয়ে নদী খননের কারণে সেতুটি ভাঙনের হুমকিতে পড়েছে। রাজগঞ্জ সড়কটিও ভাঙনের মুখে রয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি বেশ কিছু স্থাপনাও নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সেতুর সংযোগ সড়কে ধসের কারণে বৃহস্পতিবার সকাল থেকে নৌকা দিয়ে চলছে নদী পারাপারের কাজ। শরীয়তপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন সড়কটি পরিদর্শন করেছেন।
মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘অপরিকল্পিতভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে সড়কটি ভেঙে পড়েছে। আমরা ভাঙা সড়কটি পরিদর্শন করেছি। সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে আলাপ করে দ্রুত সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।’