ঢাকায় ‘আসুন কিছু করি’-এর শোভাযাত্রা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/10/07/photo-1475842443.jpg)
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আসুন কিছু করি’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে দোলাইরপাড় কিন্ডারগার্টেন স্কুলের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় দোলাইরপাড় বাসস্ট্যান্ডে গিয়ে।
সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শোভাযাত্রায় যোগ দেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি মাসুদ ও মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম। এ ছাড়া স্থানীয় বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় যোগ দেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত এক বছর নিজস্ব নানা উদ্যোগের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নানা উদ্যোগের সঙ্গে ছিল ‘আসুন কিছু করি’। গত ঈদুল আজহায় কোরবানি ঈদে পশুর বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দেওয়া ব্যাগের পাশাপাশি এলাকার বাড়ি বাড়ি গিয়ে ৩০০ পলিথিন ব্যাগ ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়। এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি এবং রক্তদানে এলাকার মানুষকে উদ্বুদ্ধ করা হয়।
গত বছর ২৭ সেপ্টেম্বর ঢাকার দোলাইরপাড় এলাকার কিছু তরুণের উদ্যোগে ‘আসুন কিছু করি’-এর যাত্রা শুরু হয়।