মেহেরপুর পৌরসভা নির্বাচনের দাবিতে আবারো বিক্ষোভ

মেহেরপুর পৌরসভার নির্বাচনে তফসিল ঘোষণা করার পর আবারো স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে এবং নির্বাচন বন্ধের ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ডাক দিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের মতো মেহেরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সভা করেছে মেহেরপুর জেলা যুবলীগ।
শুক্রবার সন্ধ্যার পর থেকে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মেহেরপুর পৌরসভা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পৌরসভার সামনের সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সভা করে মেহেরপুর জেলা যুবলীগ।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর বাড়ির সামনের সড়কে অবস্থান নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে তারা।
জেলা যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান বলেন, ‘দ্রুত নির্বাচন না দিলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
একই দাবিতে গত বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জেলা যুবলীগ। মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া সীমানা নির্ধারণ মামলা জটিলতায় মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বন্ধ থাকে।
সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি আদেশে নির্বাচন কমিশন আগামী ৩১ অক্টোবর মেহেরপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। এজন্য ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে মেহেরপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল।