ব্যবসায়ীদের জন্য ভারতীয় ভিসা সহজ করার অনুরোধ

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। এ সময় ব্যবসায়ীদের জন্য ভারতের ভিসাপ্রাপ্তি সহজ করতে অনুরোধ জানান স্থানীয় ব্যবসায়ীরা।
আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, হাইকমিশনারের স্ত্রী পত্রালিকা চট্টোপাধ্যায়, ব্যবসায়ী মোজাম্মেল হকসহ অন্যরা।
সভায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমের বিভিন্ন দিকসহ পণ্য পরিবহনে ভারতীয় ট্রাকমালিকদের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের জন্য ভারতীয় ভিসাপ্রাপ্তি আরো সহজ করতে সহকারী হাইকমিশনারের প্রতি অনুরোধ জানানো হয়।
মতবিনিয়ম সভায় ব্যবসায়ীদের সমস্যাগুলো যথাযথ প্রক্রিয়ায় সমাধানের আশ্বাস দেন অভিজিৎ চট্টোপাধ্যায়।