দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে পুলিশ : রাজশাহীর ডিআইজি

শারদীয় দুর্গাপূজা উৎসবটি সার্বজনীন ও শান্তিপূর্ণভাবে পালনে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বলে জানিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন।
গতকাল রোববার রাতে নওগাঁ শহরের একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ডিআইজি।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার উৎসব পালিত হচ্ছে। সনাতন সম্প্রদায় ছাড়াও অন্যান্য ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ছড়িয়ে পড়েছে। আবহাওয়া, নিরাপত্তাব্যবস্থা ও অন্যান্য পরিবেশ অনুকূলে থাকায় অন্যান্য বছরের চেয়ে এবার পূজামণ্ডপের সংখ্যাও বেশি, উৎসবের আমেজও উপভোগ্য। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। তবু প্রয়োজনমতো নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’
ডিআইজি খুরশীদ হোসেন নওগাঁ পৌঁছে শুরুতেই তিনি শহরের কালীতলা শ্রীশ্রী বুড়া কালীমাতার মন্দির পরিদর্শন করেন।
এ সময় নওগাঁর পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক, পূজা উদযাপন পরিষদের নেতা ও মন্দির কমিটির নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আইনশৃঙ্খলা ব্যবস্থাসহ সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন ডিআইজি। এরপর তিনি আখড়াবাড়ী পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে যান।
মণ্ডপ পরিদর্শনের সময় ছিলেন ডিআইজির স্ত্রী দিলরুবা খুরশীদ, নওগাঁর পুলিশ সুপারের স্ত্রী সুলতানা হক, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল আলম, বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন।
এ ছাড়া নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, গোয়েন্দা শাখার ওসি জাকিরুল ইসলাম, কালীতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনজুরুল আলম, কালীমাতার মন্দির কমিটির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দনসহ পূজা উদযাপন কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মণ্ডপ পরিদর্শনকালে ডিআইজি খুরশীদ হোসেন পূজা উদযাপন ও বিভিন্ন মন্দির কমিটির নেতা ছাড়াও ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করে খোঁজখবর নেন। একই সঙ্গে দশমীতে সূর্যাস্তের পূর্বেই নির্ধারিত স্থানগুলোতে প্রতিমা বিসর্জনের আহ্বান জানান।