আ. লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না : কৃষিমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/10/11/photo-1476122982.jpg)
সোমবার সন্ধ্যায় শেরপুরের নকলা উপজেলা সদরের কালীমাতা মন্দিরের দুর্গামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি : এনটিভি
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তারা কোনো দল ও জাতির হতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না। ধর্ম যার যার, উৎসব সবার—আওয়ামী লীগ এমনটাই মনে করে।’
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুরের নকলা উপজেলা সদরের কালীমাতা মন্দিরের দুর্গামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ডা. এ বি এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, নকলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।