মাছের কারখানায় ভেজাল ওষুধ তৈরি, শিল্পপতি জেলহাজতে

চিংড়ি মাছ প্রক্রিয়াজাত কারখানার ভেতরে অবৈধভাবে ভেজাল ওষুধ তৈরির ঘটনায় আটক শিল্পপতি কাজী শাহনেওয়াজকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার রাতে র্যাব ৬-এর উপসহকারী পরিচালক (ডিএডি) নাজমুল হুদা বাদী হয়ে কাজী শাহনেওয়াজকে আসামি করে রূপসা থানায় মামলা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, র্যাবের করা মামলায় বলা হয়েছে, দেশের স্বনামধন্য ওষুধ কোম্পানির নাম ব্যবহার করে ভেজাল ওষুধ উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির অপরাধে শাহনেওয়াজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক কাজী শাহনেওয়াজকে (৬৮) বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (গ) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
রূপসা থানার পুলিশ আজ সকালে কাজী শাহনেওয়াজকে আদালতে পাঠায়। সরকারি ছুটি থাকায় আদালত বিধি মোতাবেক আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
রূপসা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আদালত খুললে কাজী শাহনেওয়াজকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
গ্রেপ্তার হওয়া কাজী শাহনেওয়াজ খুলনার বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তিনি খুলনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
গতকাল বিকেলে রূপসায় অবস্থিত চিংড়ি মাছ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান শাহনেওয়াজ গ্রুপ ও শাহনেওয়াজ সি ফুড লিমিটেড কারখানায় অভিযান চালান র্যাব-৬ সদস্যরা।
অভিযানের পর র্যাব-৬ অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, শাহনেওয়াজ গ্রুপ ও শাহনেওয়াজ সি ফুড লিমিটেড কারখানায় চিংড়ি মাছ প্রক্রিয়াজাত করার কথা থাকলেও র্যাব সদস্যরা সেখানে ভেজাল ওষুধ তৈরির কারখানার সন্ধান পান। কারখানার ভেতর থেকে স্কয়ার, এসিআই, একমিসহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের ওষুধের মোড়ক ও লেবেল পাওয়া যায়। এখানে ভেজাল ওষুধ তৈরি করে ঢাকার মিটফোর্ডের ওষুধের মার্কেটে সরবরাহ করা হতো।
র্যাব কর্মকর্তা খন্দকার রফিকুল ইসলাম জানান, এখানে শুধু চালের গুঁড়া দিয়ে রাবারের মোড়কে ক্যাপসুল তৈরি করা হয়। একই সঙ্গে এই প্রতিষ্ঠানের ভেতর থেকে খাবার স্যালাইন, বেবি লোশন, শ্যাম্পু, ভারতের মুভ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এই সময় র্যাবের অভিযানের প্রতিবাদ করলে কারখানার মালিক কাজী শাহনেওয়াজসহ দুজনকে আটক করে নিয়ে যায় র্যাব। পরে শুধু শাহনেওয়াজকে রূপসা থানায় সোপর্দ করে মামলা করে তারা।