খুলনায় ছুরিকাঘাতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

খুলনার খালিশপুরে ছুরিকাঘাতে নাদিম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদি নামের একজন আহত হয়েছেন ।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে খালিশপুরের বিটিসিএল অফিসের সামনে এ ঘটনা ঘটে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর আলী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে নাদিম স্থানীয় শাহাদাতের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী নজরুলসহ কয়েকজন এসে তাঁকে অতর্কিত ছুরিকাঘাত করে। এতে নাদিম ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মেহেদীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আরো বলেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাঁকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। নিহত নাদিমের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।