মাদারগঞ্জে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এসআই জখম
জামালপুরের মাদারগঞ্জে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে সুমন চক্রবর্তী নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রামপদ মণ্ডল জানান, আজ রোববার সন্ধ্যার পর মাদারগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা গ্রামে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গ্রামের চান মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ময়না দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসআই সুমন চক্রবর্তী তাঁকে জাপটে ধরার চেষ্টা করলে ময়না ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত সুমন চক্রবর্তীকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।