বিয়ে থেকে পালাতে গিয়ে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/10/17/photo-1476698926.jpg)
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ট্রাকচাপায় রীনা খাতুন নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় ভুরুঙ্গামারীর-সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষ্মীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, সাতদিন আগে রীনাকে একই গ্রামের এক যুবকের সঙ্গে তার অমতে বিয়ে দেয় তার পরিবারের লোকজন। আজ শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে যেতে এলে সে পালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে সড়কে দৌড় দেয়। এ সময় একটি চলন্ত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রীনার মৃত্যু হয়।
রীনা দক্ষিণ ভরতের ছড়া গ্রামের ডাক্তারপাড়া এলাকার আবদুল খলিলের মেয়ে। সে সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।