চুয়াডাঙ্গায় যুবককে শ্বাসরোধে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার বিকেলে উপজেলার পাইকপাড়া গ্রামের বিলের ধারের মাঠ থেকে জাহাঙ্গীর আলম (৩০) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গ্রামের আল-আমিন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।
নিহত জাহাঙ্গীর কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের আলী হোসেনের ছেলে।
নিহত জাহাঙ্গীরের বোন আলফা খাতুন জানান, তাঁর ভাই অস্ত্র মামলায় কারাভোগের পর চার মাস আগে বের হণ। তিনি প্রায় এক মাস ধরে বোনের বাড়ি মিরপুর উপজেলার মেকুরপুর গ্রামে বাস করছিলেন।
আলফা খাতুন আরো বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যারাতে আমার কাছ থেকে ৪০ টাকা নিয়ে জাহাঙ্গীর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আজ দুপুরে খবর পেয়ে লাশ দেখে ভাইকে শনাক্ত করি।’
পাইকপাড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন জানান, জাহাঙ্গীরকে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।