কেন্দ্রে বিস্ফোরণ, চট্টগ্রামের অনেক স্থানে বিদ্যুৎ নেই

চট্টগ্রামের হাটহাজারী বিদ্যুৎ উপকেন্দ্রে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেছে। আজ সোমবার রাত ৮টায় এই ঘটনার পর চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত পৌনে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, হাটহাজারীর ১১ মাইল এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানির বিদ্যুৎ উপকেন্দ্রে ট্রান্সফরমারে আংশিক সমস্যা হয়েছে। এ কারণে চট্টগ্রামের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিঘ্ন ঘটে।
১১ মাইল এলাকার বাসিন্দা খোরশেদ আলম জানান, ট্রান্সফরমারটি বিকট শব্দে আগুন ধরে যায়। এ সময় স্থানীয় লোকজন প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি করেন। বিদ্যুৎ উপকেন্দ্রের আবাসিক এলাকার লোকজন বাসা ছেড়ে রাস্তায় চলে আসেন।
হাটহাজারী ফায়ার স্টেশনের কর্মকর্তা ফিরোজ খান জানান, রাত ৮টায় বিদ্যুৎ উপকেন্দ্রের পি-২ সাইড বার্চের যান্ত্রিক ত্রুটি হওয়ার পর আগুন ধরে যায়। তবে উপকেন্দ্রটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানির এ উপকেন্দ্রটি ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। এ কেন্দ্রের পাশে রয়েছে ১০০ মেগাওয়াটের পিকিং বিদ্যুৎ কেন্দ্র।