গাজীপুরে স্কুলছাত্র হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

গাজীপুর শহরের হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. সেলিম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া আজ বুধবার বিকেলে এ আদেশ দেন। এ সময় দণ্ডাদেশ পাওয়া আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশ পাওয়া মো. নূরুল ইসলামের (৩২) বাড়ি গাজীপুর সদর উপজেলার খুদে বরমী এলাকায়।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৯ জানুয়ারি গাজীপুর শহরের হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. সেলিম তার বন্ধু মো. রাকিব হোসেনকে নিয়ে বরই খাওয়ার জন্য বাড়ির কাছে খুন্দিয়া গ্রামের ছোবহানের স্ত্রী হাসনারা বেগমের বাড়িতে যায়। এ সময় ওই বাড়ির তত্ত্বাবধায়ক মো. নুরুল ইসলাম কাঠ কাটার একটি বাটাল নিয়ে তাদের ধাওয়া দেন। একপর্যায়ে মো. সেলিমকে ধরে ফেলেন এবং তার পেটে বাটাল ঢুকিয়ে দেন নুরুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় সেলিমকে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সেলিমের বাবা মো. হজরত আলী বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামি এবং বাড়ির মালিক হাসনারা বেগমকে হুকুমের আসামি করে ওই দিনই জয়দেবপুর থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন তদন্ত শেষে আসামি নুরুল ইসলামকে অভিযুক্ত করে ওই বছরের ৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষীর স্বাক্ষ্য শেষে বুধবার আদালত ওই রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আতাউর রহমান খান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান আকন তমিজ।