কুড়িগ্রামে বিনামূল্যে সবজিচারা বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/10/20/photo-1476976608.jpg)
কুড়িগ্রামে বন্যা পরবর্তী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণিদের মধ্যে বিনামূল্যে সবজিচারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এই চারা বিতরণ করা হয়।
কৃষিবিদ ইনস্টিটিউশনের অর্থায়নে সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলার নয়টি উপজেলার ২২০ জন কৃষক-কৃষাণির মধ্যে তিন ধরনের সবজিচারা বিতরণ করা হয়। তাদের মোট এক লাখ ১০ হাজার সবজিচারা দেওয়া হয়েছে। এর মধ্যে লাউ ৫০ হাজার, মিষ্টিকুমড়া ৪০ হাজার ও শিমের চারা ২০ হাজার।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি এ এম এম সালেহ। কুড়িগ্রাম কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সহসভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. সাইদুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম, সমাজকল্যাণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেবাশীষ ভৌমিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ।