ঝিনাইদহে পল্লী বিদ্যুতের কর্মচারীদের কর্মবিরতি

পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা আট দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহেও কর্মবিরতি পালন করেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় চত্বরে কাজ বন্ধ রেখে সমাবেশ করে। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
আন্দোলনকারীরা বলে, বেতন বাড়ানোর নাম করে কর্মী ছাঁটাই করা হচ্ছে। বয়সসীমা শেষ হওয়ার আগেই তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২২ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক চাকরি করছে। পল্লী বিদ্যুৎ সমিতির অযৌক্তিক কর্মী ছাঁটাইয়ের ফলে একের পর এক চাকরি হারাচ্ছে তারা।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, জেলার ২১২ জন কর্মী স্থানীয়ভাবে আন্দোলনে শামিল হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল বলেছেন, মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা অযৌক্তিকভাবে আন্দোলন করছে। যারা অন্দোলন করছে তারা চুক্তিভিত্তিক চাকরি করছে। সমিতির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক যাদের চুক্তি শেষ হচ্ছে তাদের চাকরি নতুন করে নবায়ন করা হচ্ছে না বলে জানান তিনি।