চট্টগ্রামে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৩

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারটির পাইলট, কো-পাইলট ও প্রকৌশলী আহত হয়েছেন। এ ঘটনার পর বিমানবন্দরে প্রায় ৪৫ মিনিটের জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনার কারণ নির্ণয় করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী।
বিমানবন্দর পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি অবতরণ করছিল। এ সময় ভূমি থেকে আনুমানিক ২৫ ফুট উপরে থাকতেই যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আছড়ে পড়ে হেলিকপ্টারটি।
প্রত্যক্ষদর্শী শেখ নিজাম উদ্দিন জানান, বিমানবন্দরের ১৬ নম্বর রানওয়ে অতিক্রম করার পর হঠাৎ আছড়ে পড়ে হেলিকপ্টারটি। পরে আগুন ধরে যায়। এ সময় একজন পাইলট দৌড়ে বের হয়ে আসেন। অন্য দুজনকে পরে উদ্ধার করা হয়।
দুপুর সাড়ে ১২টায় দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের ছবি তোলার সুবিধার্থে সাংবাদিকদের জন্য উন্মুক্ত করা হয়। ২০ মিনিটের কম সময়ের জন্য এ সুযোগ দেওয়া হলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি কর্মকর্তারা।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, সকাল সাড়ে ১০টায় জহুরুল হক ঘাঁটি থেকে বিমান বাহিনীর এ হেলিকপ্টার উড্ডয়ন করে। প্রায় ৪০ মিনিট আকাশে উড়ার পর হেলিকপ্টারের পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় নিয়ন্ত্রণ কক্ষে বার্তা পাঠানো হয়। তবে নিয়ন্ত্রণ কক্ষের সাথে হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তৎক্ষণাৎ রানওয়ের পাশে জমিতে হেলিকপ্টারটি ছিটকে পড়ে যায়। সাথে সাথে হেলিকপ্টারে আগুন ধরে যায়। বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাইলট অফিসার ফুয়াদ-বিন-এহসান হেলিকপ্টারের ভেতর থেকে হেঁটে রানওয়েতে বের হয়ে আসেন।
দুর্ঘটনার সাথে সাথে হেলিকপ্টারে থাকা পাইলট স্কোয়াড্রন লিডার সাফায়াত সারোয়ার ও ফ্লাইট ইঞ্জিনিয়ার সার্জেন্ট মো. ফেরদৌস কামালকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে দুজনকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার নূরে আলম জানান, বিমানবন্দরের রানওয়েতে এমআই সেভেনটিন ৪১০ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে থাকা তিনজনকে উদ্ধার করা হয়েছে। দুপুর পৌনে ১২টার পর রানওয়ে সচল হলে বিমান উঠানামা স্বাভাবিক করা হয়।
তদন্ত কমিটি গঠন : এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার আজ বুধবার (১৩-০৫-২০১৫) বেলা আনুমানিক ১১ টা ৬ মিনিটে মেইনটেন্যান্স টেস্ট ফ্লাইটের সময় চট্টগ্রাম হযরত শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারের পাইলট স্কোয়াড্রন লিডার সাফায়াত সারোয়ার, পাইলট অফিসার ফুয়াদ-বিন-এহসান ও ফ্লাইট ইঞ্জিনিয়ার সার্জেন্ট মো. ফেরদৌস কামাল আহত হন। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে নিকটস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এদের মধ্যে দুজনকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ নিরুপণের জন্য একটি তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে।’