অ্যাটকোর সভাপতিকে গ্রেপ্তারের নিন্দা

আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। ফাইল ছবি
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মোসাদ্দেক আলীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট প্রেসক্লাব।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এই নিন্দা জানান। তাঁরা একজন গণমাধ্যম ব্যক্তিকে গাড়ি পোড়ানোর মামলায় জড়ানোরও নিন্দা জানান। বিবৃতিতে তাঁরা অবিলম্বে মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।