মা ইলিশ ধরায় ঝালকাঠিতে দুই জেলের কারাদণ্ড

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার সময় দুই জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. কামরুল হুদা এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত দুজন হলেন উপজেলার রায়াপুর গ্রামের জেলে মো. বশির হাওলাদার ও মো. মনির তালুকদার।
এ ছাড়া অভিযানের সময় ৭০ হাজার টাকা মূল্যের চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা নদীর রায়াপুর এলাকায় অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরছিলেন জেলেরা। খবর পেয়ে সকাল ৬টায় পুলিশ নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে আটক করা হয়। নদী থেকে জব্দ করা হয় চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল।
জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।
ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১২ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।