ঝালকাঠিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

জমি নিয়ে বিরোধের জের ধরে আম্বিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- জেলার রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের আবুল বাসার খান, একই গ্রামের আব্দুল মান্নান ফকির, রোলা গ্রামের বীর হোসেন, একই গ্রামের মো. আলম ও বাবুল হাওলাদার। আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের কারণে আসামিরা ২০০১ সালের ১৬ জানুয়ারি রাতের নারিকেলবাড়িয়া গ্রামের বিধবা আম্বিয়া বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরের দিন সকালে তাঁকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে আব্দুল কাদের খানের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেন।
২০০৪ সালের ১২ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঝালকাঠি ক্যাম্পের পরিদর্শক নির্মল চন্দ্র সরকার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম. আলম খান কামাল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ সিকদার।