জামালপুরে দুর্ঘটনায় দুজন নিহত
জামালপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু এবং ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর-সরিষাবাড়ী সড়কের কেন্দুয়া কালিবাড়ী ঘুন্টি মোড়ের কাছে দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা রমজান আলী (৭) নামের এক শিশুকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, ওই অটোরিকশা চালককে আটকের চেষ্টা চলছে।
এদিকে আজ সকালে মেলান্দহ উপজেলার দুরমুঠ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার ওসি আবদুস সাত্তার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে পুলিশ সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি।