গাজীপুরে অটোরিকশাচালক হত্যায় একজনের ফাঁসি

গাজীপুরের কাপাসিয়ায় সিএনজি অটোরিকশাচালককে হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এই আদেশ দেন। এ সময় মামলার অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ জানান, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি রিপন মিয়া নরসিংদীর শিবপুর থানার গড়বাড়ী এলাকার বাসিন্দা। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অন্য একটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মামলায় খালাস পাওয়া অপর আসামিরা হলেন রমজান, সাদ্দাম, মোবারক, বিল্লাল, কাজল ও আকরাম।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৩ সালের ১৪ জুন আসামিরা যাত্রীবেশে সিএনজি ভাড়া করে। সিএনজিটি কাপাসিয়ায় পৌঁছালে আসামি রিপন মিয়া সিএনজিচালক পারভেজ ভুঁইয়াকে এলোপাতাড়ি কুপিয়ে পাশের চৌনিলক্ষ্মী গ্রামের সিরাজুল হক মোল্লার কলাবাগানে ফেলে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পারভেজের লাশ উদ্ধার করে। এই ঘটনায় পারভেজের চাচা কিরণ ভূঁইয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
২০১৫ সালের ২৬ নভেম্বর এই মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন।