চাকরি স্থায়ীর দাবিতে কুড়িগ্রামে নকলনবিশদের মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/13/photo-1431530053.jpg)
চাকরি স্থায়ীকরণের দাবিতে আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ এক্সটা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন। ছবি : এনটিভি
চাকরি স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ এক্সটা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন।
আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নয়টি উপজেলার আড়াই শতাধিক নকলনবিশ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি নুরুন্নবী সরকার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বক্তারা ১৯৭৩ সালের বঙ্গবন্ধুর ঘোষণা ও ১৯৮৪ সালের ১৫ আগস্ট ঢাকায় বায়তুল মোকাররমের সামনের সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চাকরি স্থায়ীকরণের দাবি জানান। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন নকলনবিশরা।
পরে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক এ বি এম আজাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।