চাঁপাইনবাবগঞ্জে ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

পৌরসভার হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
পৌরসভার হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরভবনের সামনে ‘পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে পৌরসভার ১৫টি ওয়ার্ডের কয়েকশ মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রতিরোধ কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা, সদস্য শামসুল হক, অ্যাডভোকেট মিজানুর রহমান, মনিরুজ্জামান মনির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পৌর বিধিমালা লঙ্ঘন করে কর্তৃপক্ষ নাগরিকদের ওপর ট্যাক্স আরোপ করেছে। তারা বর্ধিত ট্যাক্স বাতিলের দাবি জানান।
সমাবেশ থেকে আগামী ৬ নভেম্বর পৌরসভা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।