খুলনার রূপসা নদীতে নৌকাবাইচ শনিবার

খুলনার নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং গ্রামীণফোনের সহযোগিতায় আগামী শনিবার ১১তম নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের উপদেষ্টা বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নৌকাবাইচ উপলক্ষে শনিবার সকাল ১০টায় খুলনা নগরে বর্ণাঢ্য র্যালি বের করার মধ্য দিয়ে আয়োজনের সূচনা করা হবে। দুপুর ২টায় ১ নম্বর কাস্টমস ঘাটে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। বেলা আড়াইটায় প্রতিযোগিতা শুরু হবে। এ বছর প্রতিযোগিতায় ১৮টি বড় ও ৯টি ছোট নৌকা অংশ নেবে। দুই গ্রুপের প্রতিযোগিতায় বিজয়ীদের রূপসা ফেরিঘাটে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার হিসেবে নগদ টাকা দেওয়া হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নৌকাবাইচের কারণে সকাল থেকে ১ নম্বর, ২ নম্বর কাস্টমস ঘাট ও রূপসাঘাটে যাত্রী পারাপারের সব যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা ১ নম্বর কাস্টমস ঘাট থেকে রূপসা সেতু পর্যন্ত টহল দেবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশীদ, সম্পাদক মনিরুজ্জামান রহিম, নৌকাবাইচে সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের পক্ষ থেকে হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামাল, খুলনা সার্কেলের হেড অব মার্কেটিং পার্থ প্রতীম ভট্টাচার্য্য।
এবার প্রতিযোগিতায় খুলনা, নড়াইল, মাগুরা, গোপালগঞ্জ, মাদারীপুর জেলার নৌকা অংশ নেবে বলে আয়োজকরা জানান।