গাজীপুরে মাদ্রাসা শিক্ষকদের জঙ্গিবাদবিরোধী সমাবেশ

গাজীপুরে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন এবং জঙ্গিবাদ ও মাদকাসক্তি প্রতিরোধে করণীয় শীর্ষক এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ময়দানে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এ কে এম সাইফুল্লাহ, মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক বিল্লাল হোসেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা ছাব্বির আহমেদ মোমতাজী প্রমুখ।
জমিয়াতুল মোদাররেছিনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, গাজীপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা বিল্লাল হোসেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল ড. আহম্মদ উল্যাহ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকোট আজমত উল্যাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ সভায় উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জঙ্গিবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে দুর্বার আন্দোলন করার আহ্বান জানান।