ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে কাভার্ডভ্যান বিলে

চলতি বছরই সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে উপজেলা প্রশাসন। আজ শনিবার ৪০০ বস্তা সিমেন্টবোঝাই একটি কাভার্ডভ্যান ওই সেতুতে ওঠে। আর সঙ্গে সঙ্গে কাভার্ডভ্যানসহ ৮০ ফুট দীর্ঘ সেতুটি ভেঙে বিলের পানিতে পড়ে যায়।
গাজীপুরের কালীগঞ্জে আওড়াখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সেতুটি ভেঙে পড়ায় ১৫টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজার এলাকায় বেলাই বিলের একাংশের ওপর নির্মিত সেতুটি গত সাত বছর ধরে মেরামত করা হয়নি। কোনোমতে জোড়াতালি দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে ব্যবহার করা হচ্ছিল সেতুটি। সেতুর মাঝে বড় গর্ত এবং রেলিং ভাঙা ছিল। চলতি বছরের মাঝামাঝি সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
শনিবার দুপুরে গাজীপুর সদর থেকে ৪০০ বস্তা সিমেন্ট নিয়ে শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যান নরসিংদী যাচ্ছিল। পথে ওই সেতুতে ওঠার সময় স্থানীয় বাসিন্দারা কাভার্ডভ্যানকে বাধা দেয়। কিন্তু চালক বাধা উপেক্ষা করে সেতুতে ওঠার সঙ্গে সঙ্গেই সেতুটি ভেঙে সিমেন্টবাহী কাভার্ডভ্যানসহ নিচে বিলের পানিতে পড়ে যায়। এ ঘটনায় গাড়ির চালক সোহেল আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত চালককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, দুর্ভোগের কথা চিন্তা করে শিগগিরই বিকল্প একটি বেইলি সেতু তৈরি করা হবে, যাতে সাধারণ মানুষ চলাচল করতে পারে।