শ্রীপুরে ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আল আমীন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ শনিবার দুপুরে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান, আঞ্চলিক শ্রমিক লীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি আনিছ খান, শ্রীপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল হাসান জিকু প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে আল আমিন হত্যার বিচার দাবি করেন।
২০১৪ সালে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় আল আমিন নিহত হন।