খুলনায় বর্ণাঢ্য নৌকাবাইচ

খুলনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ১১তম খুলনা নৌকাবাইচ। খুলনার নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের (এনএসএসকে) আয়োজনে শনিবার দুপুরে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
এবার প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২৮টি বাইচ দল দুই ভাগে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।
দুই পর্বের এ প্রতিযোগিতায় বড় গ্রুপে কয়রার সুন্দরবন টাইগার প্রথম, তেরখাদার ভাই ভাই জলপরী দ্বিতীয় ও আল্লাহ ভরসা তৃতীয় স্থান অধিকার করে।
অপরদিকে ছোট গ্রুপে কয়রার সোনার তরী প্রথম, তালার জয় মা কালী দ্বিতীয় ও পাইকগাছার জয় মা (ঐশ্বর্য) তৃতীয় স্থান লাভ করে।
এর আগে দুপুর ২টায় রূপসা নদীর ১ নম্বর কাস্টমস ঘাটে ফেস্টুন ও বেলুন উড়িয়ে ১১তম নৌকাবাইচের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টায় রূপসা ফেরিঘাটে প্রতিবারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী কর্নিয়া, ক্ষুদে গানরাজ খুলনার রাতুল ও অন্যান্য স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।