ইন্টারপোলের নোটিশ জারি নজরে আসেনি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/14/photo-1431609827.jpg)
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজামান খাঁন কামাল বলেছেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের বিষয়ে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির কোনো খবর তাঁর জানা নেই। তবে বিএনপি নেতাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বারিধারা, নিকেতন এবং গুলশান এলাকা নজরদারির জন্য সিসি ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি হয়েছে কি না সেটা এ মুহূর্তে আমি বলতে পারব না। কারণ এই জিনিসটা আমার নজরে এখনো আসেনি।’
সালাহ উদ্দিন আহমেদের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তিনি যদি অবৈধভাবে ওই দেশে (ভারতে) গিয়ে থাকেন, তাহলে সেই দেশের আইন অনুযায়ী একটা প্রক্রিয়া হতে পারে। আমি জানি না, সেই দেশ এটা কিভাবে নেবে। সেই প্রক্রিয়া শেষ করে পরে আমরা কীভাবে রিসিভ করব, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা শেষ করব।’
গত ১০ মার্চ থেকে ‘নিখোঁজ’ ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁর পরিবার ও দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়নি বলে বারবার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর মধ্যেই গত ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা।পরে কোনো বৈধ কাগজপত্র না থাকায় মেঘালয় পুলিশ তাঁকে আটক করে।
এরপর আন্তর্জাতিক পুলিশের সংস্থা ইন্টারপোলের ঢাকা ইউনিট সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে ভারতকে একটি রেড নোটিশ পাঠিয়েছে। মেঘালয় রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) রাজীব মেহতার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার টেলিগ্রাফ ইন্ডিয়া এ-সংক্রান্ত খবর প্রকাশ করে।