শরীয়তপুরের পাঁচটি ইউনিয়নে কাল ভোট

শরীয়তপুরের মামলা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত থাকা পাঁচটি ইউনিয়ন পরিষদে আগামীকাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে দুটি স্থগিত থাকা ওয়ার্ডেও ভোটগ্রহণ করা হবে আগামীকাল।
গোসাইরহাট উপজেলার আলাওলপুর,কুচাইপট্রি, নড়িয়া উপজেলার নশাসন, সদর উপজেলার মাহম্মদপুর ও ভেদরগঞ্জ উপজেলার ছয়গা ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ১৬০ জনসহ মোট ২২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া দুই প্রার্থীর সম ভোটের কারণে ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের ২নং ওয়ার্ড ও সহিংসতার কারণে বন্ধ থাকা শৌলপাড়া ইউপির ৮নং ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে আগামীকাল।
ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে রোববার সকাল থেকেই ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছেন নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু করতে আনসার ও পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়ন করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন বলেন, ‘নির্বাচন সুষ্ঠ করতে আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণ সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।’