কুড়িগ্রামের ৬ ইউপির দুটিতে জাতীয় পার্টির জয়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/10/31/photo-1477930886.jpg)
কুড়িগ্রামের ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দুটিতে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্য চারটির মধ্যে আওয়ামী লীগ একটি, বিএনপি একটি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীরা দুটি ইউপিতে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. হারুন-অর-রশিদ, ভাঙ্গামোড় ইউপিতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লুৎফর রহমান বাবু ও কাশিপুর ইউপিতে জাতীয় পার্টির প্রার্থী গোলজার হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী সদর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুর রহমান রোজেন, শিলকুড়ি ইউপিতে বিএনপির প্রার্থী ইউসুফ আলী ও পাথরডুবি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) হুমায়ুন কবির মিঠু বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।