সুন্দরবনে সাত জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের ধানসিদ্ধির চর থেকে সাত জেলেকে অপহরণ করেছে বনদস্যু ‘সামছু বাহিনী’। অপহৃত প্রত্যেক জেলের কাছে মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা দাবি করেছে তারা।
আজ শুক্রবার ভোরে অপহরণের এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। তাঁরা শরণখোলার মহাজন জাকির দর্জি ও জাহাঙ্গীর মেম্বারের অধীনে মাছ ধরতেন।
স্থানীয় জেলে-মহাজনদের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় শুক্রবার ভোরে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় সেখানকার জেলেবহরে হামলা ও লুটপাট চালায় বনদস্যু সামছু বাহিনী। দস্যুরা জেলেদের ট্রলারে থাকা মাছ, জালসহ অন্যান্য মালামাল লুটে নেয়। পাশাপাশি অপহৃত সাত জেলের মুক্তির দাবিতে ২০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।
তবে জেলে অপহরণের বিষয়ে কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে কোস্টগার্ড। বাহিনীটির পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান বলেন, ‘জেলে-মহাজনের পক্ষ থেকে আমাদের ব্যাপারটি জানানো হলে কিংবা অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’