ঝালকাঠিতে মোটরসাইকেল-বাস মুখোমুখি, যুবক নিহত

ঝালকাঠির বাদামতলা এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জনি দাস (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক জনি দাস বরিশালের গির্জামহল্লা এলাকার দুখু দাসের ছেলে। তিনি ঝালকাঠি-বরিশাল রুটে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে দুজন যাত্রী নিয়ে জনি দাস ঝালকাঠি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঝালকাঠির পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন বাদামতলা এলাকায় গেলে বরিশালগামী আজমীর পরিবহনের যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক জনি দাস মারা যান। আহত হন কবির হোসেন ও খলিলুর রহমান নামের দুজন।
আহত দুজনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহে আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বরিশালের রূপাতলী এলাকা থেকে ওই বাস ও এর চালককে আটক করা হয়েছে।