কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের চেহলাম
কুড়িগ্রামে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের চেহলাম অনুষ্ঠিত হয়েছে।
লেখকের জন্মস্থান কুড়িগ্রাম শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার বাড়িতে আজ শুক্রবার দুপুরে চেহলাম অনুষ্ঠিত হয়।
এর আগে জুমার নামাজের পর কেন্দ্রীয় বাজার মসজিদ ও সরকারি কলেজ মসজিদে লেখকের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল শেষে মুসল্লি ও দুঃস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।
চেহলামে লেখকের সহধর্মিণী আনোয়ারা সৈয়দ হক ও ছেলে দ্বিতীয় সৈয়দ হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক গত ২৭ সেপ্টেম্বর ঢাকায় স্কয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। কবির ইচ্ছানুযায়ী ২৮ সেপ্টেম্বর তাঁর জন্মভূমিতে কুড়িগ্রাম সরকারি কলেজ মসজিদের দক্ষিণ পাশে তাঁকে দাফন করা হয়।