আনসারুল্লাহ নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/05/16/photo-1431770190.jpg)
আনসারুল্লাহ বাংলা টিমসহ কয়েকটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার এনটিভিকে এ তথ্য জানান পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন ব্লগার হত্যাসহ কিছু হত্যাকাণ্ডে আনসারুল্লাহ বাংলা টিমের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ জন্যই সংগঠনটি নিষিদ্ধ করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যায় আনসারুল্লাহ বাংলা টিমের সম্পৃক্ততা পায় পুলিশ। গত বছরের ২৮ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) বাংলা টিমের প্রধান মুফতি জসীমুদ্দীন রাহমানী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীসহ আটজনের বিরুদ্ধে ওই অভিযোগপত্র দাখিল করে। রাহমানীসহ সাতজন এখন কারাগারে আছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বইমেলা চলাকালে লেখক ও ব্লগার অভিজিৎ হত্যায়ও আনসারুল্লাহ বাংলা টিমের সম্পৃক্ততার খবর পাওয়া যায়। অভিজিৎ হত্যার দায় স্বীকার করে টুইটারে একটি পোস্টও দিয়েছিল সংগঠনটি। তবে সে সময় পুলিশ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি।