ব্রাহ্মণবাড়িয়ায় হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/11/04/photo-1478281285.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধনে মহিলা পরিষদ, প্রচ্ছদ কুড়িগ্রাম, সাম্প্রতিক কুড়িগ্রাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী, জেলা জাসদের সভাপতি এমদাদুল হক, বাসদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জাহিদুল হক মিলু, আওয়ামী লীগ নেতা অলক সরকার ও আব্রাহাম লিংকন, মহিলা পরিষদের সভানেত্রী নন্দিতা চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি মৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সংস্কৃতিকর্মী দুলাল বোস, শাহানুর রহমান, জুলকারনাইন স্বপন, ডা. তাপস বোস, সুব্রতা রায়, ফাল্গুনী তরফদার প্রমুখ।
বক্তারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি অবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেপ্তার করে সমুচিত শাস্তির দাবি জানান।