ঝালকাঠিতে প্রস্তুত সাইক্লোন সেন্টার-কন্ট্রোল রুম

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করা নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নাডা’র প্রভাবে দুদিন ধরে টানা বৃষ্টি আর দমকা হাওয়া বয়ে যাচ্ছে উপকূলীয় জেলা ঝালকাঠিতে।
বৈরী আবহাওয়ার কারণে আজ শনিবার সকাল থেকে ঝালকাঠির নদীগুলোতে ছোট নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে সুগন্ধা ও বিষখালী নদীতে স্বাভাবিকের চেয়ে দুই ফুট জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে।
টানা বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীতীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় নাডার সতর্কতার অংশ হিসেবে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে। এ ছাড়া চার উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তৈরি রাখা হয়েছে জেলার প্রায় অর্ধশত সাইক্লোন সেন্টার।
এদিকে গত দুদিনের টানা বর্ষণে শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে। জরুরি কোনো কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না ঝালকাঠিবাসী। এসব কারণে দুর্ভোগে পড়েছেন দিনমজুররা। টানা বৃষ্টির কারণে কোনো কাজ না পেয়ে গত দুদিন রোজগারহীন দিন কাটাতে হয়েছে তাঁদের।
আজ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে চার নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।