আবারও নির্বাচনে জয়ী হবে আ. লীগ, আশা বাণিজ্যমন্ত্রীর

আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এর কারণ হিসেবে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের মতো এত বড় অর্থনৈতিক অর্জন অতীতে আর কোনো সরকার করতে পারেনি।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড স্টেডিয়ামে দশম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপোর উদ্বোধন করে নিজের বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি আমরা আবার সরকার গঠন করতে পারি। আমি বিশ্বাস করি আমরা পারব। কারণ এত বড় অর্থনৈতিক অর্জন অতীতে কেউ করতে পারেনি।’
ষড়যন্ত্র করে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায় এমন ধরনের রাজনৈতিক দল দেশে আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ৯৩ দিন হরতাল-অবরোধের নামে ধ্বংসযজ্ঞ করে তারা যেমন সফল হয়নি, ভবিষ্যতেও তারা সফল হবে না।
এ সময় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুবুল আলম ও ব্যবসায়ী নেতা মনোয়ারা হাকিম আলী বক্তব্য দেন।