গাজীপুরকে ব্র্যান্ডিং করতে কর্মশালা

গাজীপুর জেলাকে ব্র্যান্ডিং করতে কর্মশালা হয়েছে। আজ শনিবার জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গৌরবান্বিত, ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবংশের বীরত্বগাঁথা, শাল-গজারির অপার সবুজ সৌন্দর্য, হাজারো শিল্প-কলকারখানা সমৃদ্ধ, সবুজ শ্যামলে ভরপুর গাজীপুর জেলাকে বিশ্বদরবারে তুলে ধরার জন্যই এই কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মো. নুরুন্নবী।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পরিচালক মো. আবদুল মান্নান। বক্তব্য দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সভাপতি মো. শরিফুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইফতেখার উদ্দিন আহমেদ।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জানান, গাজীপুরকে ব্র্যান্ডিং জেলা হিসেবে ঘোষণা করার জন্য শিগগিরই ‘ফোর জি’ ঘোষণা করা হবে। বাংলাদেশের একমাত্র হাইটেক পার্ক এ জেলায় অবস্থিত। জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম ডিজিটালাইজড করা হয়েছে। এ ছাড়া ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে সহজে সেবা দেওয়া সম্ভব হচ্ছে।