এবার ঝালকাঠিতে প্রতিমা ভাঙচুর

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারের সার্বজনীন কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার রাতে মন্দিরে থাকা প্রতিমাসহ পূজার সরঞ্জাম এবং আসবাবপত্রও ভাঙচুর করে পুকুরে ফেলে দেয় হামলাকারীরা।
মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র দাস জানান, বৈরী আবহাওয়ার মধ্যে রাতে দুর্বৃত্তরা বাজারের সার্বজনীন কালীমন্দিরে হামলা চালিয়ে কালীর প্রতিমা ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা মন্দিরের ঘটি, কলস ও অন্য আসবাবপত্র পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয়। সকালে এলাকাবাসী প্রতিমা ভাঙচুরের ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রকিব জানান, পুলিশ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতারাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেশ কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা।